করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ হলে বাঁচার উপায় কি?


করোনা ভাইরাস (COVID-19) সংক্রমণ হলে বাঁচার উপায় কিঃ 

করোনা ভাইরাস COVID-19 সংক্রমণ হলে বাঁচার উপায় কি




চীনের উহান প্রদেশে অবস্থানরত একজন ব্যক্তি বলেছেন, করোনা ভাইরাস (COVID-19) এ আক্রান্ত চীনা রোগীরা কিভাবে সুস্থ হচ্ছেন সে বিষয়ে। উনার বর্ণনা মতে বর্তমানে উহানে করোনা ভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাব রয়ে গেছে, কিন্তু মৃতের সংখ্যা  নেই বললেই চলে। এটা কিভাবে সম্ভব হলো?

চীনারা কিভাবে কোন ধরনের ঔষধ ছাড়া করোনা ভাইরাস (COVID-19) থেকে মুক্তি পাচ্ছেন তা নিচে বর্ণনা করা হলোঃ


*** আপনি প্রথম যেদিন বুঝতে পারবেন যে আপনার শরীরে করোনা ভাইরাস (COVID-19) এর উপসর্গ প্রকাশ পাচ্ছে তখন থেকে ঠান্ডা পানি পানকরা বন্ধ করে দিবেন। কিছুক্ষণ পরপরই গরম পানি পান করতে হবে

*** পরবর্তী করনীয় - একটা এলুমোনিয়ামের কেটলিতে পানি নিয়ে চুলার উপর এমনভাবে রাখবেন যাতে কেটলি থেকে পানি বের করার নালিটা বাইরের দিকে থাকে। পানি ফুটে যখন বাস্প বের হতে থাকবে তখন সেই বাস্প কমপক্ষে দশ মিনিট ধরে আপনার নাক-মুখ দিয়ে নিশ্বাসের সাথে নিতে হবে।  এমন ভাবে নিঃশ্বাস নিতে হবে যাতে গরম বাস্প আপনার ফুসফুস পর্যন্ত পৌঁছায়, লম্বা শ্বাষ নেওয়ার মাধ্যমে ।

*** আপনি চাইলে অন্যভাবেও নিতে পারেন। বালতিতে গরম পানি নিয়ে চারদিকটা একটা পরিস্কার কাপড় দিয়ে ঢেকে, উপর থেকে গরম বাস্প নিতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। গরম পানিতে সামান্য পরিমাণ মেনথল যোগ করতে পারলে সর্দির জন্যও অনেক উপকার হবে। এভাবে দিনে চার-পাঁচ বার নিতে হবে। এতে করে করোনা ভাইরাস (COVID-19) গরম বাস্পের কারনে ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যাবে

*** আর যেসব ভাইরাস কণ্ঠনালী এবং পেটে ঢুকে যায়, তখন যদি ঘন-ঘন গরম পানি পান করা যায় তাহলে সেখানকার ভাইরাস গুলোও ধীরে ধীরে মারা যাবে। এভাবে নিয়ম করে চার-পাঁচ দিন নেওয়ার ফলে রোগী করোনা ভাইরাস (COVID-19) মুক্ত হয়ে সম্পুর্ন সুস্থ হয়ে যাবে

উনার বর্ণনা মতে ইউরোপ আমেরিকার মানুষের অতিমাত্রায় ঔষধ নির্ভরতার কারনে এসব সাধারণ চিকিৎসা না নিয়ে ঔষধের পিছনে ছুটে, না বুঝে প্রাণ দিচ্ছেন। যেহেতু এই রোগের এখনো কোন ঔষধ আবিস্কার হয়নি সেহেতু এই ঘরোয়া চিকিৎসা নিজে নিজে নিলে ভাল ফলাফল পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি।

আমি কোন ডাক্তার নই, কোন ভাইরাস বিশেষজ্ঞও নই। ঘরোয়া চিকিৎসার মাধ্যমে সকলের সুস্থতাই একমাত্র কাম্য।




Courtesy by: https://bit.ly/34v6bmu

No comments

If you have any doubt?
Please let me know!!!